“বল বীর.. বল উন্নত মম শির।"- বাক্যটি কি?  

 

A ইচ্ছা সূচক

B প্রশ্ন সূচক

C আদেশ সূচক

D বিস্ময় সূচক

Solution

Correct Answer: Option C

-ইচ্ছা সূচক বাক্যঃ যে বক্তার মনের বাসনা বা ইচ্ছা প্রকাশিত হয় তাকে অনুজ্ঞা সূচক বাক্য বলে। 
যেমন -তোমার কথা জানতে ইচ্ছা করে ।
প্রশ্ন সূচক বাক্য ঃ যে বাক্যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে প্রশ্ন সূচক বাক্য বলে।
যেমন - তুমি কোথায় থাকো ?
-আদেশ সূচক বাক্যঃ যে বাক্য দ্বারা কোন আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রদান করা হয় তাকে Imperative Sentence বলে।
যেমন -বল বীর.. বল উন্নত মম শির।
বিস্ময়সূচক বাক্যঃ যে বাক্যে আশ্চর্য হওয়ার অনুভূতি প্রকাশিত হয়, তাকে বিস্ময়সূচক বাক্য বলে।
 যেমন - সে কী ভীষণ ব্যাপার!
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions