উনিশ শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (১৮০৯-১৮৩১) এবং তাঁর অনুগামী ছাত্রদের সমবেতভাবে 'ইয়াং বেঙ্গল' (Young Bengal) বা 'নববঙ্গ' দল বলা হয়। ডিরোজিও ছিলেন এই ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা ও অপরিহার্য নেতা। তাঁর যুক্তিবাদী ও সংস্কারমুক্ত চিন্তাধারা তৎকালীন তরুণ সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
ডিরোজিও ও ইয়াং বেঙ্গল সম্পর্কিত তথ্য: - ডিরোজিও মাত্র ১৭ বছর বয়সে হিন্দু কলেজের (বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক হিসেবে নিযুক্ত হন। - তিনি ছিলেন পর্তুগিজ-ভারতীয় বংশোদ্ভূত একজন কবি ও চিন্তাবিদ। - তাঁর অনুসারীদের ‘ডিরোজিয়ান’ (Derozians) বলা হতো। তাঁদের মূলমন্ত্র ছিল— "He who will not reason is a bigot, he who cannot is a fool, and he who dares not is a slave." - ইয়াং বেঙ্গল দলের মুখপত্র হিসেবে 'জ্ঞানান্বেষণ' (১৮৩১) এবং 'এনকুয়ারার' (The Enquirer) পত্রিকা প্রকাশিত হয়। - এই দলের উল্লেখযোগ্য সদস্য ছিলেন— কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার প্রমুখ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions