বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছাড়াও কোন দেশটি ব্যাপকভাবে সহযোগিতা করেছে ?
Solution
Correct Answer: Option B
মুক্তিযুদ্ধে রাশিয়া ও ভারতের সামরিক ,কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা অত্যন্ত তাতপর্যপূর্ন ।রাশিয়া যদি জাতিসংঘে তার ভোট প্রয়োগ না করতো ,তবে ভারতীয় বাহিনীর পক্ষে নিরাপত্তা পরিষোদে গৃহিত যুদ্ধবিরতি প্রস্তাবের বিরোধিতা করে যুদ্ধ চালিয়ে যাাওয়া সম্ভব ছিল না ।