পীট কয়লার বৈশিষ্ট্য হলো--
Solution
Correct Answer: Option B
পীট কয়লার বৈশিষ্ট্য হলো:
- ভিজা ও নরম মাটির অনেক গভীরে থাকে না
- পাহাড়ি এলাকায় থাকে না
- দহন ক্ষমতা সাধারণ কয়লার তুলনায় কম
-পীট কয়লা হলো কয়লার প্রাথমিক স্তর।
-এটি জলাভূমিতে জমে থাকা গাছপালা থেকে তৈরি হয়।
-পীট কয়লাতে কার্বনের পরিমাণ কম থাকে এবং জলীয় অংশ বেশি থাকে।
-তাই পীট কয়লার দহন ক্ষমতা কম। পীট কয়লাকে সাধারণত সার, জীবাশ্ম জ্বালানি এবং কৃষি কাজে ব্যবহার করা হয়।