Solution
Correct Answer: Option B
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি জয়েন্ট-স্টক কোম্পানি। এর সরকারি নাম "ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি"।
- ১৬০০ সালের ৩১ ডিসেম্বর ইংল্যান্ডের ততকালীন রাণী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করেছিলেন।
- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠন করা হয় ১৬০০ সালে। ১৬০০ সালে ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলায় ইংরেজদের আগমন ঘটে।
- ইংজেরদের বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাণিজ্যের জন্য বাংলায় আসেন ১৬০৮ সালে।
- দ্বিতীয়বার এসে কুঠি স্থাপনের অনুমতি পান জজ চার্ণক।
- ইংরেজরা কলকাতার আশেপাশের ৪৮টি গ্রাম ক্রয়ের অনুমতি পায় সম্রাট ফররুখশিয়ার কাছ থেকে।
- ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ১৭০০ সালে।
- ইংরেজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে সুরাটে। ইংরেজরা সুরাটে কুঠি নির্মাণের জন্য অনুমতি নেয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের।
- ১৭৬৫ সালে ‘এলাহাবাদ’ চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করে।
- দ্বৈত শাসন ব্যবস্থার প্রবতক ‘লর্ড ক্লাইভ’ ।
- ১৮৫৮ সালে ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির’ শাসন এর অবসান ঘটে। দীর্ঘ ১৯০ বছর ইংরেজরা বাংলা শাসন করেন।