ইস্ট ইন্ডিয়া কোম্পানী কত সালে গঠিত হয়?

A ১৫৯৫

B ১৬০০

C ১৬০৩

D ১৬০৭

Solution

Correct Answer: Option B

- ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি জয়েন্ট‌-স্টক কোম্পানি। এর সরকারি নাম "ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি"।
- ১৬০০ সালের ৩১ ডিসেম্বর ইংল‍্যান্ডের ততকালীন রাণী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করেছিলেন।
- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠন করা হয় ১৬০০ সালে। ১৬০০ সালে ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলায় ইংরেজদের আগমন ঘটে।
- ইংজেরদের বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাণিজ্যের জন্য বাংলায় আসেন ১৬০৮ সালে।
- দ্বিতীয়বার এসে কুঠি স্থাপনের অনুমতি পান জজ চার্ণক।
- ইংরেজরা কলকাতার আশেপাশের ৪৮টি গ্রাম ক্রয়ের অনুমতি পায় সম্রাট ফররুখশিয়ার কাছ থেকে।
- ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ১৭০০ সালে।
- ইংরেজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে সুরাটে। ইংরেজরা সুরাটে কুঠি নির্মাণের জন্য অনুমতি নেয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের।
- ১৭৬৫ সালে ‘এলাহাবাদ’ চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করে।
- দ্বৈত শাসন ব্যবস্থার প্রবতক ‘লর্ড ক্লাইভ’ ।
- ১৮৫৮ সালে ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির’ শাসন এর অবসান ঘটে। দীর্ঘ ১৯০ বছর ইংরেজরা বাংলা শাসন করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions