আপনি বাড়িতে আপনার স্ত্রীর সাথে উচ্চস্বরে তর্ক করছেন? হঠাৎ দেখলেন আপনার অতিথি দাঁড়িয়ে আছে। আপনি কি করবেন?
A তর্ক বন্ধ করে বাইরে চলে যাবেন।
B যেখানে আছেন সেখানেই থাকবেন কিন্তু তর্ক বন্ধ করে দিবেন।
C আপনার স্ত্রীকে ঈঙ্গিতে চুপ থাকতে বলে অতিথিকে ভিতরে আসতে বলবেন।
D তর্ককে আলোচনায় রূপান্তরিত করে অতিথিকে মতামত দিতে বলবেন।