'প্রান্তিক ব্যয়' (Marginal Cost) এবং 'যোগান রেখা' এর মধ্যে সম্পর্ক কী?

A প্রান্তিক ব্যয় রেখা সবসময় যোগান রেখার নিচে থাকে

B স্বল্পমেয়াদে, প্রান্তিক ব্যয় রেখার ঊর্ধ্বগামী অংশটিই যোগান রেখা হিসাবে কাজ করে (গড় পরিবর্তনশীল ব্যয়ের উপরে)

C তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই

D প্রান্তিক ব্যয় যত বাড়ে, যোগান তত কমে

Solution

Correct Answer: Option B

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions