Weight of an object put in a satellite orbiting in space around the earth is-
A the same as on the earth
B slightly more than that on the earth
C less than that on the earth
D reduced to zero
Solution
Correct Answer: Option D
- পৃথিবীর চারপাশে মহাকাশে ঘুরতে থাকা উপগ্রহের ভেতরে রাখা কোনো বস্তুর ওজন শূন্যে নেমে আসে।
- পৃথিবীর চারপাশে কক্ষপথে থাকা একটি বস্তু মুক্ত পতনে থাকে। এর অর্থ হল যে বস্তুর উপর কাজ করা একমাত্র বলটি হল পৃথিবীর মাধ্যাকর্ষণ বল। তবে, বস্তুটি পৃথিবীর চারপাশে একটি বৃত্তেও ঘুরছে। এর মানে হল যে এটি ক্রমাগত পৃথিবীর কেন্দ্রের দিকে ত্বরণ করছে। মাধ্যাকর্ষণের কারণে ত্বরণ এবং বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ একে অপরকে বাতিল করে দেয়, ফলে নেট ত্বরণ শূন্যে নেমে আসে।
সহজ কথায় বললে, পৃথিবীর চারপাশে কক্ষপথে থাকা একটি বস্তুর ওজন শূন্যে নেমে আসে কারণ এটি মাধ্যাকর্ষণে পড়ছে কিন্তু একই সঙ্গে কেন্দ্রমুখী ত্বরণের কারণে পৃথিবীর চারপাশে ঘুরছে। এই দুটি বল একে অপরকে বাতিল করে দেয়, ফলে বস্তুর ওজন শূন্যে নেমে আসে।