জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিডের প্রধান গুরুত্ব কী?
A কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ
B ভেক্টর (Vector) হিসেবে ব্যবহার
C শক্তি উৎপাদন
D অ্যান্টিবডি তৈরি
Solution
Correct Answer: Option B
- কাঙ্খিত নতুন বৈশিষ্ট্যের সৃষ্টির জন্য কোন জীবের DNA-এর পরিবর্তন ঘটানোকে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
- প্লাজমিড হচ্ছে একখন্ড বৃত্তাকার DNA যা ব্যাকটেরিয়াল কোষের বাইরে অবস্থান করে।
- প্লাজমিডই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আসল যন্ত্র যার দ্বারা নতুন জেনেটিক তত্ত্ব ব্যাকটেরিয়া এবং উদ্ভিদের মধ্যে স্থানান্তর করা হয়।