Hygrometer is used to measure-
A purity of milk
B specific gravity of a liquid
C relative humidity
D intensity of earthquakes
Solution
Correct Answer: Option C
- হাইগ্রোমিটার (Hygrometer) এমন একটি যন্ত্র যা বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা (relative humidity) পরিমাপ করতে ব্যবহৃত হয়।
- আপেক্ষিক আর্দ্রতা হলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং সেই তাপমাত্রায় বাতাস কতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাত।
- এটিকে সাধারণত শতাংশ (%) হিসেবে প্রকাশ করা হয়।