আয়েশা , তিলোত্তমা , বিমলা কোন উপন্যাসের চরিত্র?
A কপাল কুন্ডুলা
B দুর্গেশনন্দিনী
C রায়নন্দিনী
D কৃষ্ণকান্তের উইল
Solution
Correct Answer: Option B
১৮৬৫ সালে প্রকাশিত “দুর্গেশনন্দিনী” বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - বীরেন্দ্র সিংহ, ওসমান, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ।
এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র হলেন - তিলোত্তমা।