‘বাঙালির ইতিহাস' বইটির লেখক কে?

A নীহাররঞ্জন রায়

B নীহাররঞ্জন দাস

C নীহাররঞ্জন গুপ্ত

D আশুতোষ মুখোপাধ্যায়

Solution

Correct Answer: Option A

- নীহাররঞ্জন রায় রচিত ‘বাঙ্গালীর ইতিহাস' আদি পর্ব' (১৯৪৯) প্রথমে ‘বুক এম্‌পোরিয়াম' এবং পরবর্তীতে দে'জ পাবলিশিং, কলকাতা থেকে প্রকাশিত হয়।
- ১৯২৭ থেকে ১৯৩৩ সালে তিনি কিছুকাল তাঁর শিক্ষক অধ্যাপক বেণীমাধব বড়ুয়ার সাথে বার্মায় কাটান এবং একত্রে বার্মিজ মন্দির স্থাপত্যের উপর ব্যাপক গবেষণা চালান।
- এ গবেষণার ফলে কারুশিল্পের প্রতি তাঁর আকর্ষণ গভীর হয় এবং তিনি উপলব্ধি করেন যে সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতির বৃহত্তর পরিমণ্ডল থেকে বিচ্ছিন্নভাবে শিল্পকলা সম্পর্কে অধ্যয়ন করা যায় না।
- বার্মাতেই তাঁর মনে বিভিন্ন জাতিগোষ্ঠীর অবিচ্ছিন্নতার ধারণা দৃঢ়বদ্ধ হয়, যা পূর্ণ পরিণতি লাভ করে ১৯৪৯ সালে প্রকাশিত ‘বাঙ্গালীর ইতিহাস' গ্রন্থে।
- গ্রন্থটির মোট ১৫টি অধ্যায়ে প্রাচীন বাঙালি জীবনের সকল দিক হাজার বছর ধরে কালের স্রোতের আঘাতে আঘাতে কেমন করে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করলো, তা তলিয়ে দেখার ও বোঝার এবং যুক্তি ও প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions