"হে মাঝি! এবার তুমিও পেয়োনা ভয়, তুমিও কুড়াও হেরার পথিক তারকার বিস্ময়, ঝরুক এ ঝড়ে নারঙ্গীপাতা, তবু পাতা অগণন ভিড় করে-যেথা জাগছে আকাশে হেরার রাজতোরণ।” কবি ও কবিতার নাম -
A নজরুল, কাফেলা
B রবীন্দ্রনাথ, ঝড়
C ফররুখ, সাত সাগরের মাঝি
D আল মাহমুদ, বন্য স্বপ্নেরা
Solution
Correct Answer: Option C