Solution
Correct Answer: Option A
ভূত্বক হল পৃথিবীর বাইরের দিকের একটি পাতলা আবরণ, যা পৃথিবীর আয়তনের ১% এরও কম অংশ জায়গা দখল করে আছে।
ভূত্বকের উপাদানগুলোর মধ্যে-
-অক্সিজেন ৪৬.৬%
-সিলিকন ২৭.৭%
-অ্যালুমিনিয়াম ৮.১%
-লোহা ৫.০%
-ক্যালশিয়াম ৩.৬%
-সোডিয়াম ২.৮%
-পটাশিয়াম ২.৬%
-ম্যাগ্নেশিয়াম ১.৫%