ভূতাত্ত্বিক দের মতে,পৃথিবীর টেকটোনিক প্লেট কয়টি?
Solution
Correct Answer: Option C
ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর ভূ-পৃষ্ঠ কয়েকটি টেকটোনিক প্লেটে বিভক্ত। সাধারণভাবে ৭টি প্রধান টেকটোনিক প্লেট স্বীকৃত, যেমনঃ
- প্যাসিফিক প্লেট
- নর্থ আমেরিকান প্লেট
- সাউথ আমেরিকান প্লেট
- ইউরেশিয়ান প্লেট
- আফ্রিকান প্লেট
- অ্যান্টার্কটিক প্লেট
ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট (অনেকে এটিকে আবার ইন্ডিয়ান প্লেট ও অস্ট্রেলিয়ান প্লেট হিসেবে দুটি ভাগে গণনা করেন)
এর বাইরে আরও কিছু ছোট গৌণ প্লেট (Minor plates) আছে, যেমন— আরবিয়ান, নাজকা, কোকোস, ক্যারিবিয়ান, ফিলিপাইন প্লেট ইত্যাদি।
তাই বলা যায় পৃথিবীতে মোটামুটি ৭টি প্রধান এবং ২০টিরও বেশি ক্ষুদ্র টেকটোনিক প্লেট রয়েছে।