পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে ?
Solution
Correct Answer: Option A
প্রধানত নিরক্ষীয় অঞ্চলে অধিক উষ্ণতার ফলে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্প পুর্ন উষ্ণ বায়ু উপরে উঠে( ট্রপোপজ বা ট্রপোপজ এর ১-২ কিমি ঊর্দ্ধে) শুষ্ক তাপ হ্রাস করে শীতল ও ঘনীভূত হয়ে কিউমুলোনিম্বাস বা ঝড়ো পুঞ্জ মেঘের সৃষ্টি করে যে বৃষ্টিপাত ঘটে তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিন বিকালে ও সন্ধ্যায় এই ধরনের বৃষ্টিপাত ও প্রচন্ড ঝড়, বজ্রপাত হয়ে থাকে। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ধরনের বৃষ্টি কে বলে, "4 O'clock Rain ". এছাড়া আমাদের পশ্চিম বঙ্গে চৈত্র বৈশাখ মাসে প্রচন্ড দাবদাহের পর যে কালবৈশাখী ঝড় বৃষ্টি প্রশান্তি নিয়ে আসে, তা এই পরিচলন জাতীয় বৃষ্টিপাত।