Solution
Correct Answer: Option B
- 'Let loose' একটি phrase, যার অর্থ হলো কোনো কিছুকে বা কাউকে মুক্ত করে দেওয়া বা ছেড়ে দেওয়া।
- এটি কোনো কিছুকে নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা বা অবাধে চলতে দেওয়ার ধারণা প্রকাশ করে।
- যেমন, "They let the dogs loose in the park" বাক্যটির অর্থ "তারা কুকুরগুলোকে পার্কে ছেড়ে দিয়েছে"।
- 'Release' শব্দটির অর্থও মুক্তি দেওয়া বা ছেড়ে দেওয়া, তাই এটিই সঠিক উত্তর।