" />
 

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯ 

 

 

বিষয় মার্ক
বাংলা ২০
ইংলিশ ২০
গনিত ২০
অন্যান্য (সাধারন জ্ঞান, বিজ্ঞান, ভুগল, কম্পিউটার, নৈতিকতা) ২০

প্রাইমারী পরীক্ষায় সম্পুর্ন সিলেবাস ভিত্তিক প্রতিদিন পরীক্ষা হচ্ছে, রুটিন ডাউনলোড করুন  

আমরা পর্যায়ক্রমে ৩০-১০০টি মডেল টেস্ট পাবলিশ করব। এটা পরীক্ষা কখন হবে তার উপর নির্ভশীল। প্রত্যক পরীক্ষার পুর্নমান-৮০, প্রতিটি মডেল টেস্ট গত কয়েক বছর প্রশ্নের উপরের পর্যালোচনা করে তৈরি করা হয়েছে।

অনেকের প্রশ্ন থাকতে পারে, বাজারে ভালো ভালো মডেল টেস্টের বই থাকতে, এখানে কেন পরীক্ষা দিব। এটা ঠিক যে, বই ছাড়া কোন বিকল্প নাই, বই থেকে পড়াশুনা করতে অনলাইন থেকে ভালো লাগে একথা সত্যি। কিন্তু এবারে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্ক চালু করেছে।প্রতিটি প্রশ্নের ভুলের জন্য ০.২৫ করে প্রাপ্ত নাম্বার থেকে কাটা যাবে। মনে করেন আপনি ৮০টি প্রশ্নের মধ্য ৮০টি দাগিয়েছেন। তার মধ্য ভুল গেছে ২০টি, তাহলে আপনি পেয়েছেন (৬০-০.২৫ * ২০)=(৬০-৫)=৫৫। অন্যজন ৬০টি দাগিয়ে ৬০ পেয়েছে। আপনি একবছর ধরে দিন-রাত পরিশ্রম করে পরীক্ষার হলে সামন্য ভুলের কারনে আপনার ভাগ্য থেকে সুযোগটা চলে গেল। পরীক্ষার হলে যেগুলো জানিনা, সেগুলো ছেড়ে আসা একটা রীতিমত চ্যালেঞ্জর মত। কারন আমরা ক্লাস ফাইভ থকে আন্দাজে দাগানো অভ্যাস হয়ে গেছে। এই খারাপ অভ্যাস থকে মুক্তি পেতে হলে আপনাকে আমাদের মডেল টেস্ট গুলো দিতে হবে। এই মডেল টেস্টগুলো আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে। আমরা বলবনা ১০০% কমন পড়বে, তবে ৮০%-৯০% কমন পাবেন। প্রাইমারী পরীক্ষার প্রশ্ন খুবই সহজ হয়, শধু জানতে টেকনিক, তাই বেশি বেশি অংক এবং মডেল টেস্ট চর্চা করুন। প্রাইমারী পরীক্ষায় ৬০%-৭০% কমন আসে জব সলুশান থেকে। আমাদের এখানে ১৯৯৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সকল পরীক্ষার প্রশ্ন সমাধান করা আছে। জব সলুশান থেকে দিনে অন্তত ১-২টি মডেল টেস্ট দিন। জব সলুশান একটিভেট করতে প্যাকেজ কিনুন।

কি কি উপকার পাবেন? ঃ

১। না জানা প্রশ্নগুলো ছেড়ে দেওয়ার অভ্যাস গড়ে তুলা

২। পরীক্ষার শেষে ঠিক কোন জাগায় আপনার দুর্বলতা আছে, বুজতে পারেবন।

৩। পরীক্ষার হলে প্রশ্নগুলো কনফিউশান দূর হবে।

৪। যারা ভালো করেছে, তাদের সাথে আপনার রেজাল্ট তুলনা করতে পারবেন।

৫। আপনি পরীক্ষার দেওয়ার পর, ভুল প্রশ্ন গুলো একসাথে পাবেন। এগুলো নিয়মিত চর্চা করতে পারবেন।

  

প্রয়োজনে সাহায্য নিনঃ ০১৯১১১২৭৫১৯

 

গত কয়েকটি পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন কমন এসেছে, তার একটা তালিকা দেওয়া হলঃ

 প্রাথমিক সহকারি শিক্ষক-২০১৮(বাংলা সাহিত্য )
বিষয়  ১লা জুন ২৬মে ১১মে  ২০ এপ্রিল 
সাহিত্যকর্ম ও রচয়িতা   
চরিত্র, শ্রেনী ও উপজীব্য    
পঙক্তি ও উদ্ধৃতি    
ছদ্মনাম ও প্রবর্তক    

 

 প্রাথমিক সহকারি শিক্ষক-২০১৮(English )
বিষয়  ১লা জুন ২৬মে ১১মে  ২০ এপ্রিল 
Parts of speech
Voice  ১  ১
Appropriate preposition  ১  ১
Fill in the Blanks  ৬  ৩

Correct spelling
Correction
synonyms & Antonyms
Phrases & Meaning
Literature -

 

রেজিস্ট্রেশান করুন

টেগসঃ

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮, প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড pdf, প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ্ধতি,শিক্ষক নিবন্ধন গাইড download pdf,প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ২০১৮. প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ কবে ,প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০১৮ ,প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ কবে হবে ,প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ ,প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ প্রশ্ন সমাধান