চাকরি কিংবা ভর্তি, সহজ হোক প্রস্তুতি

বিসিএস, ব্যাংক, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন (NTRCA),ভর্তি প্রস্তুতি নিন MyExaminer অ্যাপেই।

Install AppLogin Website

200k+

Exclusive MCQ

20+

Live Course

100+

লেকচার শীট

MyExaminer কেন ব্যবহার করবেন?

আমরা ২০১৫ সাল থেকে pre-testbd.com নামে অনলাইনে বিসিএস প্রস্তুতি শুরু করছিলাম এবং এটা ফ্রি ছিল। পরবর্তীতে ২০১৭ সালে myexaminer.net ওয়েবসাইটের মাধ্যমে নতুনভাবে শুরু করছি। ২০১৭ সালে থেকে ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেবা দিয়ে আসছি। এর কিছুদিন পর আমরা অ্যাপ চালু করি। আমাদের অ্যাপ এর নাম ছিল MyExaminer BCS & BANK MCQ. এটির ডাউনলোড সংখ্যা ছিল ১ লাখ + ও ৫.৭ রেটিং নিয়ে ২০০০+ রিভিউ ছিল। কিন্তু কতিপয় অনলাইন অসাধু মানুষের হিংসার সম্মুখীন হয়ে অ্যাপটি প্লে-স্টোর থেকে সাসপেন্ড হয়েছিল। অ্যাপ টাইটেল BCS লেখাটি ব্যবহার করা নাকি অন্যায় ছিল, তারা google কে বুঝাতে সক্ষম হয়েছিল BCS লেখাটির মালিক হল পিএসসি। আমরা নতুন করে BCS লেখাটি বাদ দিয়ে আবার নতুন করে অ্যাপ আপলোড করেছি। সুলভ মূল্য প্রিমিয়াম সার্ভিস দেওয়াতে আমাদের অনলাইনে প্রতিপক্ষের অভাব নাই। আমাদের সবচেয়ে ইউনিক জিনিস হল আমরা লাইভ পরীক্ষায় এমন কোন প্রশ্ন করি না, যা আপনার সময় ও কনফিডেন্স উভয় নষ্ট করবে। 

চাকরির পরীক্ষায় সফল হতে কঠিন অধ্যবসায় অপরিহার্য। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে সরকারি চাকরির প্রিলিমিনারি পরীক্ষায় সেরা হতে প্রচুর পড়াশোনা এবং নিয়মিত নিজের প্রস্তুতি মূল্যায়ন করা জরুরি। পরিসংখ্যান অনুযায়ী, সরকারি চাকরির প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে ৫-১০% এর মধ্যে থাকতে হবে। কিন্তু চূড়ান্ত পরীক্ষার আগে আপনার প্রকৃত অবস্থান সম্পর্কে জানতে পারা কঠিন, কারণ প্রিলিমিনারি পরীক্ষার আগে আপনি কখনোই আপনার প্রতিদ্বন্দ্বীদের সাথে সরাসরি প্রতিযোগিতা করতে পারেন না।

তাই নিয়মিত লাইভ পরীক্ষার মাধ্যমে নিজের অবস্থান জেনে নিতে পারবেন। পরীক্ষার দেওয়ার পর আপনি যদি রেজাল্ট ভালোভাবে পর্যালোচনা করে ভুলগুলো আয়ত্ত করতে পারেন, তাহলে এই ভুল আর কখনো হবে না। 

অ্যাপ ও ওয়েবসাইটের ফিচার

বিসিএস, ব্যাংক, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন (NTRCA),ভর্তি প্রস্তুতি নিন MyExaminer -এ

টপিক ও সাব-টপিক ভিত্তিক প্রশ্নব্যাংক।

বিসিএস সহ সকল চাকরির প্রস্তুতির সব বিষয়ের টপিক ও সাব-টপিক ভিত্তিক MCQ প্রশ্ন। পরীক্ষার্থীরা নির্দিষ্ট ছোট ছোট টপিক ধরে অধ্যয়ন করে প্রস্তুতি নিতে পারবেন এবং র‌্যান্ডম প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে নিজেদের প্রস্তুতির অবস্থা যাচাই করতে পারবেন। এই ফিচারটি পছন্দের টপিক ধরে পড়াশোনা ও রিভিশনকে আরও সহজ ও কার্যকর করে তুলছে।

টপিক ও সাব-টপিক ভিত্তিক জব সল্যুশনস প্রশ্নব্যাংক।

এই ফিচারটি নিয়ে আমরা এখনো কাজ করতেছি, শীঘ্রই এটি আসবে, এইখানে একজন শিক্ষার্থী ২০০৫ সাল থেকে বর্তমান পর্যন্ত প্রায় সকল প্রিভিয়াস চাকরির পরীক্ষার উপর ৩৫ হাজার প্রশ্ন টপিক ও সাব-টপিক অনুসারে পড়ে নিজে নিজে প্রস্তুতি নিতে পারবে। কোন ডুপলিকেট প্রশ্ন নাই ও প্রতিট প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা আছে।

প্রশ্ন ব্যাংক সার্চ।

প্রশ্নব্যাংক ফিচারের মাধ্যমে যেকোনো প্রশ্ন একজন শিক্ষার্থী সার্চ করে বিস্তারিত ব্যাখ্যা জানতে পারবেন, আর যদি কোন প্রশ্ন কনফিউজড বা ব্যাখ্যা পছন্দ না হলে সরাসরি আমাদেরকে রিপোর্টের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা পাবেন অথেনটিক রেফারেন্সসহ। প্রশ্ন ব্যাংকে 180++ Exclusive MCQ. বিসিএস, এডমিশনের প্রশ্ন আলাদা করে আছে।



রুটিন-ভিত্তিক লাইভ পরীক্ষা

বিসিএস, ব্যাংক, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, পেট্রোবাংলা, খাদ্য অধিদপ্তর, ১০তম-২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষার জন্য এক্সক্লুসিভ রুটিন-ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা নেওয়া হয়। একজন শিক্ষার্থী নিয়মিত লাইভ পরীক্ষা দেওয়ার পর নিজে নিজে ব্যাখ্যা বিশ্লেষণ করলে তার দুর্বলতা বলে কিছু থাকবে না।

সঠিক, ভুল, স্কিপ ও বুকমার্ক।

লাইভ পরীক্ষা দেওয়ার পর বিষয়ভিত্তিক সঠিক, ভুল, স্কিপ ও বুকমার্ক প্রশ্নগুলো আলাদা হয়ে যায়, পরবর্তীতে একজন শিক্ষার্থী প্রশ্নগুলো বার বার রিভিশন দিতে অনেক সুবিধা ও অল্পসময়ে ভালো প্রস্তুতি হয়। এই সেকশনে প্রশ্নগুলো আলাদা ভাবে প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যাসহ পড়তে পারবেন। এরপর এই প্রশ্নগুলোর উপর লাইভ পরীক্ষা দিতে পারবেন। 

লেকচার শীট 

প্রতিটি বিষয়ের উপর আমরা পরীক্ষা ভিত্তিক লেকচার শিট দিচ্ছি। যেমন বিসিএস এর জন্য আলাদা, ১৪তম-২০তম গ্রেডের জন্য আলাদা, এইভাবে প্রাইমারি, নিবন্ধন এর জন্য লেকচার শিট দেওয়া হচ্ছে। ১৪তম-২০তম গ্রেডের লেকচার শিট গুলো একেবারে সাজেশন্স ভিত্তিক, শুধু এইগুলো পড়লে একজন পরীক্ষার্থী এই গ্রেডের চাকরি পাবে।