সাবমেরিক ক্যাবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়? 

A     VSAT

B    শব্দ তরঙ্গ

C    চুম্বক তরঙ্গ

D     অপটিক্যাল ফাইবার 

Solution

Correct Answer: Option D

 

Fiber Optic Cable হচ্ছে ডাই- ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরণের খুব সরু ও নমনীয় কাঁচতন্তর আলোক নল ও আলো নিবন্ধকরণ এবং পরিবহনে সক্ষম। Fiber Optic Cable এ তিনটি অংশ থাকে। যথা- ১) কোর(Core), ২) ক্ল্যাডিং(Cladding), ৩) জ্যাকেট(Jacket)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions