Solution
Correct Answer: Option C
- কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামে (যেমন মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডকস ইত্যাদি) Ctrl+M শর্টকাটটি সাধারণত একটি প্যারাগ্রাফকে ডান দিক থেকে ভেতরের দিকে সরাতে (Right Indent) ব্যবহৃত হয়।
- এর মাধ্যমে নির্বাচিত প্যারাগ্রাফের ডান প্রান্তের মার্জিন কিছুটা ভেতরে সরে আসে।