What is the term used for the act of intercepting data as it travels through a communication line?
Solution
Correct Answer: Option B
যখন কোনো তথ্য বা ডেটা ইন্টারনেট বা অন্য কোনো যোগাযোগ লাইনের মাধ্যমে যাত্রা করে, তখন যদি কেউ সেই ডেটা অবৈধভাবে ধরে বা পর্যবেক্ষণ করে, তাকে Sniffing বলা হয়। এটি মূলত ডেটা ট্রাফিকের মধ্যে হ্যাকারের মাধ্যমে তথ্য চুরি বা নজরদারি করার একটি পদ্ধতি।