An encrypted message is commonly referred to as—
Solution
Correct Answer: Option C
Cypher Text (সাইফার টেক্সট): এটি হলো একটি এনক্রিপ্ট করা বার্তা। যখন একটি প্লেইন টেক্সটকে কোনো এনক্রিপশন অ্যালগরিদম (যেমন, AES, RSA ইত্যাদি) ব্যবহার করে পরিবর্তন করা হয়, তখন ফলাফলস্বরূপ যে অপাঠ্য বার্তাটি তৈরি হয়, তাকে সাইফার টেক্সট বলা হয়। এই বার্তাটি শুধুমাত্র সঠিক ডিক্রিপশন কী ব্যবহার করেই আবার প্লেইন টেক্সটে রূপান্তর করা যায়।