Solution
Correct Answer: Option C
গণ নামের শেষে একটি প্রজাতিক পদ যুক্তকরে দু'টি পদের (শব্দের) মাধ্যমে ICBN এর নীতিমালা অনুসারে
একটি নির্দিষ্ট প্রজাতির জন্যে একটি নির্দিষ্টবৈজ্ঞানিক নাম প্রদান করাকে বলা হয় দ্বিপদ নামকরণ।
ক্যারোলাস লিনিয়াস ১৭৫৩ সালে সর্বপ্রথম Plantarum বইতে বর্ণিত সকল উদ্ভিদ প্রজাতির জন্যে দ্বিপদ নাম প্রদান করেন।
কাজেই লিনিয়াসই দ্বিপদ নামের প্রবর্তক।