উদ্ভিদ বিজ্ঞান (4 টি প্রশ্ন )

DNA হল ক্রোমোসোমেরর স্থায়ী উপাদান। ক্রোমোসোমের বিভিন্ন উপাদানের মধ্যে DNA এর পরিমাণ হচ্ছে । শতকরা ৪৫ ভাগ। এটি ৯০% ক্রোমোসোমেই থাকে।
গণ নামের শেষে একটি প্রজাতিক পদ যুক্তকরে দু'টি পদের (শব্দের) মাধ্যমে ICBN এর নীতিমালা অনুসারে
একটি নির্দিষ্ট প্রজাতির জন্যে একটি নির্দিষ্টবৈজ্ঞানিক নাম প্রদান করাকে বলা হয় দ্বিপদ নামকরণ।
ক্যারোলাস লিনিয়াস ১৭৫৩ সালে সর্বপ্রথম Plantarum বইতে বর্ণিত সকল উদ্ভিদ প্রজাতির জন্যে দ্বিপদ নাম প্রদান করেন।
কাজেই লিনিয়াসই দ্বিপদ নামের প্রবর্তক।
-হিস্টোলজি (Histology): জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলি এ শাখায় আলোচনা করা হয়৷
-এন্ডোক্রাইনোলজি (Endocrinology): জীবদেহে হরমোনের (hormone) কার্যকারিতা বিষয়ক
আলোচনা এ শাখার বিষয়
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0