সম-উৎপাদন রেখা বাম থেকে ডানে নিম্নগামী হওয়ার কারণ কী?

A উৎপাদন খরচ কমে যায়।

B একটি স্থির স্তরের উৎপাদন বজায় রাখতে, একটি উপকরণের ব্যবহার বাড়ালে অন্য উপকরণের ব্যবহার কমাতে হয়।

C শ্রমের মূল্য বৃদ্ধি পায়।

D উৎপাদন দক্ষতা হ্রাস পায়।

Solution

Correct Answer: Option B

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions