কম্পিউটারে কোন হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি উপযোগী?

A পেইন্ট

B এম এস ওয়ার্ড

C এম এস এক্সেল

D এন্টিভাইরাস

Solution

Correct Answer: Option C

- পেইন্ট দিয়ে ছবি বানানোর কাজ করা হয়। 
- এম এস ওয়ার্ড দিয়ে লেখা লেখি করা হয় ।
- এম এস এক্সেল দিয়ে হিসেব নিকেশ রাখা হয়। 
- এন্টিভাইরাস দিয়ে কম্পিউটারের ভাইরাস ক্লিন করা হয়। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions