একচেটিয়া বাজারে (Monopoly Market) একটি ফার্মের ভারসাম্যের শর্ত কী?

A দাম (P) = প্রান্তিক ব্যয় (MC)

B গড় আয় (AR) = প্রান্তিক ব্যয় (MC)

C প্রান্তিক আয় (MR) = প্রান্তিক ব্যয় (MC)

D মোট আয় (TR) = মোট ব্যয় (TC)

Solution

Correct Answer: Option C

- যেকোনো বাজারের ফার্মের জন্য মুনাফা সর্বোচ্চকরণের প্রথম ও প্রধান শর্ত হলো প্রান্তিক আয় (Marginal Revenue - MR) এবং প্রান্তিক ব্যয় (Marginal Cost - MC) পরস্পর সমান হওয়া।
- প্রান্তিক আয় (MR) হলো অতিরিক্ত এক একক পণ্য বিক্রি করে যে অতিরিক্ত আয় হয়।
- প্রান্তিক ব্যয় (MC) হলো অতিরিক্ত এক একক পণ্য উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয়।
- যতক্ষণ প্রান্তিক আয় প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি থাকে (MR > MC), ফার্ম উৎপাদন বাড়াতে থাকে কারণ প্রতিটি অতিরিক্ত একক থেকে লাভ হয়।
- যখন প্রান্তিক ব্যয় প্রান্তিক আয়ের চেয়ে বেশি হয়ে যায় (MC < MR), ফার্ম উৎপাদন কমিয়ে ফেলে কারণ প্রতিটি অতিরিক্ত একক থেকে লোকসান হয়।
- তাই, ফার্মটি সেই পরিমাণ পর্যন্ত উৎপাদন করে যেখানে প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয় (MR = MC), কারণ এই বিন্দুতেই তার মুনাফা সর্বোচ্চ হয়।
- একচেটিয়া বাজারে ফার্মের দাম (P) প্রান্তিক আয়ের (MR) চেয়ে বেশি থাকে (P > MR), তাই ভারসাম্যাবস্থায় দাম প্রান্তিক ব্যয়ের চেয়েও বেশি হয় (P > MC)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions