যদি একটি দেশ অন্য একটি দেশের চেয়ে উভয় পণ্য উৎপাদনে নিরঙ্কুশভাবে অদক্ষ হয়, তবুও সে বাণিজ্য থেকে লাভবান হতে পারে। এটি কোন তত্ত্বের মূল প্রতিপাদ্য?
A নিরঙ্কুশ সুবিধা
B হেকশার-ওক্লিন
C তুলনামূলক সুবিধা
D অর্থনীতিতে আকারের সুবিধা
Solution
Correct Answer: Option C