Who is Jimmy Wales and Larry Sanger related to?
Solution
Correct Answer: Option A
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা জিমি ওয়েলস ও ল্যারি সেঙ্গার ২০০১ সালে উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন । উল্লেখ্য ,প্রথম দিকে উইকিপিডিয়াতে কেবল ইংরেজি ভাষাই ব্যবহৃত হতো । উইকিপিডিয়া হল ইন্টারনেট ভিত্তিক একটি জ্ঞানকোষ ,যা গড়ে উঠেছে পৃথিবীর লাখ লাখ মানুষের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। উইকি -প্রযুক্তিনির্ভর ওয়েবপেজকে পড়ার পাশাপাশি সম্পাদনাও করা যায় ,আর তা করার জন ওয়েব ব্রাউজার ছাড়া আর কোন সফটওয়্যার লাগে না । ইন্টারনেট ভিত্তিক বলেই পৃথিবীর যে কোন প্রান্তে বসেই উইকিপিডিয়া পড়া এতে তথ্য যোগ করার কাজ করা যায়।