A Web server programming language
B Structured programming language
C Web client programming language
D Markup language
Solution
Correct Answer: Option D
- HTML এর পূর্ণরূপ হলো HyperText Markup Language।
- এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, কারণ এটি দিয়ে কোনো লজিক্যাল অপারেশন বা প্রোগ্রামিংয়ের মতো জটিল কাজ করা যায় না।
- বরং, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা ওয়েব পেজের বিভিন্ন উপাদান (যেমন - টেক্সট, ছবি, লিঙ্ক) কীভাবে প্রদর্শিত হবে, তার গঠন বা কাঠামো নির্ধারণ করে।
- HTML ট্যাগ (<p>, <h1>, <img> ইত্যাদি) ব্যবহার করে ব্রাউজারকে নির্দেশ দেয় যে কোন লেখাটি প্যারাগ্রাফ, কোনটি শিরোনাম অথবা কোনটি ছবি। তাই এটি কন্টেন্টের গঠন তৈরি করার একটি ভাষা।