সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • এই পর্যন্ত ক্রিমিয়া কতবার হাত বদল হয়েছে-
    Ans: ২০ বার
    Last Updated: 13-05-2022
  • ক্রিমিয়াকে রাশিয়া ইউক্রেনের নিকট হস্তান্তর করে -
    Ans: ১৯৫৪ সালে
    Last Updated: 13-05-2022
  • রাশিয়া ক্রিমিয়া দখল করে-
    Ans: ১৭৮৩ সালে, রাশিয়া দখলের পুর্বে এটা উসমানীয় সাম্রাজের অন্তভুর্ক্ত ছিল।
    Last Updated: 13-05-2022
  • ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা-
    Ans:
    স্লোগান- 'সকলের সাথে সমৃদ্ধির পথে'
    সময়কাল- জুলাই, ২০২০- জুন, ২০২৫
    বাস্তবায়নে ব্যয়- ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা
    কর্মসংস্থান- ১ কোটি ১৩ লাখ
    জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা- ৮.৫১%
    মূল্যস্ফীতি হবে- ৪.৮%প্রত্যাশিত গড় আয়ু হবে- ৭৪ বছর
    বিদ্যুত উৎপাদন- ৩০ হাজার মেগাওয়াট
    দারিদ্রের হার- ১৫.৬%
    চরম দারিদ্র- ৭.৪%
    ২৯ ডিসেম্বর, ২০২০ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন দেয়া হয়। ১৯২৮ সালে রাশিয়ায় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয় ১ জুলাই ১৯৭৩ থেকে ৩০ জুন, ১৯৭৮।।

    Last Updated: 08-05-2022
  • বিশ্বে চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ -
    Ans: ব্রাজিল
    Last Updated: 08-05-2022
  • টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের অবস্থান-
    Ans: ৯ম, অস্ট্রেলিয়া হল ১ম
    Last Updated: 08-05-2022
  • বর্তমানে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের অবস্থান-
    Ans: ৮ম, ভারত হল ১ম
    Last Updated: 08-05-2022
  • বর্তমানে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অবস্থান-
    Ans: ৭ম, নিউজিল্যান্ড হল-১ম
    Last Updated: 08-05-2022
  • বিশ্ব সুখ প্রতিবেদন -২০২২ অনুযায়ীঃ
    Ans: সবচেয়ে সুখী দেশঃ ফিনল্যান্ড, সর্বনিম্ম দেশঃ আফগানিস্তান, বাংলাদেশঃ ৯৪তম
    Last Updated: 07-05-2022
  • Trends in International Arms Transfers-2021 রিপোর্ট অনুযায়ী অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ-
    Ans: ভারত, তবে রপ্ততানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র। ২০২০ রিপোর্ট অনুযায়ীঃ সৌদি আরব
    Last Updated: 07-05-2022
  • রিসেপ তায়েপ এরদোগান রচিত গ্রন্থ -
    Ans: Daha Adil Dunya Mumkun
    Last Updated: 07-05-2022
  • দেশের সর্বপ্রথম সম্পূর্ণ বাংলায় দ্রতগতির ব্রাউজার -
    Ans: 'দুরন্ত '
    Last Updated: 07-05-2022
  • বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা চতুর্থ প্রজন্মের রুই মাছ উদ্ভাবন করেন তার নাম -
    Ans: সুবর্ণ রুই
    Last Updated: 07-05-2022
  • বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর বর্তমান কোচ -
    Ans: অস্কার ব্রুজোন(স্পেন)।
    Last Updated: 07-05-2022
  • বর্তমানে দেশে টেক্সটাইল ইন্সটিটিউট রয়েছে -
    Ans: ১০ টি
    Last Updated: 07-05-2022
  • বর্তমানে দেশ নিবন্ধিত এনজিও'র সংখ্যা -
    Ans: ২,৫২৬ টি (দেশি ২,২৬৬ টি ও বিদেশি ২৬০ টি)
    Last Updated: 07-05-2022
  • প্রথমবারের মত গভেষণাগারে কৃত্রিমভাবে মানবভ্রুন তৈরি করে কারা?
    Ans: অস্ট্রেলিয়া মোনাশ ইউনিভার্সিটির ভবেষকরা
    Last Updated: 03-05-2022
  • ম্যালেরিয়া মুক্ত দেশ হতে একটি দেশকে পরপর কত বছর ম্যালেরিয়া রোগী শনাক্ত না হওয়ার শর্ত রয়েছে?
    Ans: ৩ বছর
    Last Updated: 03-05-2022
  • চীন কততম দেশ হিসেবে ম্যালেরিয়া মুক্ত হয়েছে?
    Ans: ৪০তম
    Last Updated: 03-05-2022
  • বাংলাদেশ কত সালে ম্যালেরিয়া মুক্ত হতে চাই-
    Ans: ২০৩০ সালে
    Last Updated: 03-05-2022
  • দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কি?
    Ans: বঙ্গবন্ধু নৌকা জাদুঘর
    Last Updated: 03-05-2022
  • প্রথম ইসলামী বন্ড সুকুক যে নামে ইস্যু করা হয়?
    Ans: ইজারা সুকুক
    Last Updated: 03-05-2022
  • Checkbook Diplomacy কোন দেশের সাথে সম্পর্কিত?
    Ans: চীন
    Last Updated: 03-05-2022
  • Facebook করপোরেট বর্তমান কি?
    Ans: Meta
    Last Updated: 03-05-2022
  • ২০২১ সালে অনুষ্ঠিত ৪৭তম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কোন দেশ?
    Ans: আর্জেন্টিনা
    Last Updated: 03-05-2022
  • হাইড্রোজেন চালিত প্রথম ট্রেনটি কোন দেশের?
    Ans: জার্মানি
    Last Updated: 02-05-2022
  • আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মতো স্বর্ণপদক লাভ করে কোন বাংলাদেশি?
    Ans: জাওয়াদ চৌধুরী
    Last Updated: 02-05-2022
  • দেশের প্রথম ই-সিম চালুকারী প্রতিষ্ঠানের নাম কি?
    Ans: গ্রামীণফোন
    Last Updated: 02-05-2022
  • ইউক্রেন কে সর্বপ্রথম সামরিক শক্তি দিয়ে সহায়তা করেছে কে?
    Ans: পোল্যান্ড
    Last Updated: 02-05-2022
  • স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৪ দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠানের নাম কি ছিলো?
    Ans: জয় বাংলার জয়োৎসব
    Last Updated: 02-05-2022
Showing 3271 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events