সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
সব প্রশ্ন, বিস্তারিত ব্যাখ্যা ও আপনার পড়ার ট্যাকিং সেইভ বা উন্নতি দেখতে অ্যাপ ও ওয়েবসাইট লগইন করুণ।
  • জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এর রাজনৈতিক দলের নাম কী?
    Ans: লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
    Last Updated: 21-10-2025
  • জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
    Ans: সানায়ে তাকাইচি। (নিয়োগ পান ২১ অক্টোবর)
    Last Updated: 21-10-2025
  • ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরুস্কার পাওয়া মারিয়া কোরিনা মাচাদো কোন দেশের নাগরিক?
    Ans: ভেনেজুয়েলা। (ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা)
    Last Updated: 11-10-2025
  • ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
    Ans: মারিয়া কোরিনা মাচাদো। (গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য পুরস্কার পেয়েছেন)
    Last Updated: 11-10-2025
  • বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মন্ত্রীর নাম কী?
    Ans: ডিয়েল্লা।
    Last Updated: 11-10-2025
  • ইউনেস্কোর সভাপতি নির্বাচনে মোট কয়টি দেশ প্রার্থীতা ঘোষণা করেছিল?
    Ans: চারটি দেশ।
    Last Updated: 11-10-2025
  • চীনে বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিদেশি পেশাজীবীদের জন্য প্রণীত নতুন ভিসানীতির নাম কী?
    Ans: K ভিসা।
    Last Updated: 10-10-2025
  • মোট কয়টি প্রতিষ্ঠান নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্রে নিয়োজিত থাকে?
    Ans: ৪টি।
    Last Updated: 10-10-2025
  • হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে কোন দেশগুলো যুক্ত ছিল?
    Ans: যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক।
    Last Updated: 10-10-2025
  • হামাস ও ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হয়েছে কোন শহরে?
    Ans: মিসরের শারম আল শেখ শহরে।
    Last Updated: 10-10-2025
  • বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কত হবে?
    Ans: ৪.৮ শতাংশ।
    Last Updated: 10-10-2025
  • ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
    Ans: লাসলো ক্রাসনাহোরকাই। (হাঙ্গেরির লেখক)
    Last Updated: 10-10-2025
  • এ বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন কারা?
    Ans: মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি
    Last Updated: 08-10-2025
  • বিবিএসের তথ্য অনুসারে, সেপ্টেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কত ছিল?
    Ans: ৮ দশমিক ৩৬ শতাংশ
    Last Updated: 08-10-2025
  • WIPO প্রকাশিত 'বৈশ্বিক উদ্ভাবনী সূচক (GII) ২০২৫'-এ শীর্ষ দেশ কোনটি?
    Ans: সুইজারল্যান্ড। (বাংলাদেশের অবস্থানঃ ১০৬)
    Last Updated: 08-10-2025
  • বিসিবির নির্বাচিত নতুন (২০তম) সভাপতির নাম কী?
    Ans: আমিনুল ইসলাম বুলবুল।
    Last Updated: 08-10-2025
  • বাগরাম বিমানঘাঁটি প্রথম নির্মাণ করেছিল কোন দেশ?
    Ans: সোভিয়েত ইউনিয়ন।
    Last Updated: 08-10-2025
  • দেশে প্রথম AI ভিত্তিক গ্রাহকসেবা চালু করেছে-
    Ans: বাংলালিংক।
    Last Updated: 30-09-2025
  • গাজা পুনর্গঠনে প্রস্তাবিত নতুন অন্তর্বর্তীকালীন বোর্ডের নাম কী?
    Ans: বোর্ড অব পিস।
    Last Updated: 30-09-2025
  • সম্প্রতি ইরানের কোন অঞ্চলে ২৫ বি. ডলারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি করেছে ইরান ও রাশিয়া?
    Ans: হরমুজগান।
    Last Updated: 28-09-2025
  • এশিয়া কাপের কত বছরের ইতিহাসে ১ম বারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত?
    Ans: ৪১ বছরের ইতিহাসে।
    Last Updated: 28-09-2025
  • ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কত দফা পরিকল্পনা তুলে ধরেছেন?
    Ans: ২১ দফা।
    Last Updated: 28-09-2025
  • চীনে অনুষ্ঠিত আইওএআই'র দ্বিতীয় আসরে বাংলাদেশ কতটি ব্রোঞ্জপদক জিতেছে?
    Ans: ২টি। (বিশ্বের ৭৩টি দেশের ৮৬টি দল অংশ নেয়)
    Last Updated: 13-08-2025
  • মনুস্কোতে দায়িত্বরত বাংলাদেশের কোন নারী কন্টিনজেন্ট জাতিসংঘ পদক পেয়েছে?
    Ans: ব্যানএফপিইউ-১।
    Last Updated: 13-08-2025
  • বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কত টাকা ব্যয়ে ক্রয় করেছে?
    Ans: ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।
    Last Updated: 13-08-2025
  • মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে?
    Ans: মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
    Last Updated: 13-08-2025
  • ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে সরকার?
    Ans: ৬৩.৫ বিলিয়ন ডলার।
    Last Updated: 13-08-2025
  • ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের জন্য কত টাকা ঋণ দেওয়ার বরাদ্দ ঠিক হয়েছে?
    Ans: ৩৯ হাজার কোটি টাকা।
    Last Updated: 13-08-2025
  • 'মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে?
    Ans: তারেক মাসুদ। (মৃত্যু: ১৩ আগস্ট, ২০১১)
    Last Updated: 13-08-2025
  • দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন হবে কবে?
    Ans: ২০ আগস্ট।
    Last Updated: 12-08-2025
Showing 31 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events