সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলমান কাউন্সিল হিসেবে শপথ নেন-
    Ans: শাহানা হানিফ
    Last Updated: 23-04-2022
  • UNDP এর শুভেচ্ছা দ্রুত -
    Ans: জয়া হাসান
    Last Updated: 23-04-2022
  • World Food Programme (WEF) -র নির্বাহী বোর্ডে সভাপতি-
    Ans: বাংলাদেশের মো. শামীম আহসান
    Last Updated: 23-04-2022
  • নিরাপদ শহরের তালিকা -২০২১ বাংলাদেশের অবস্থান-
    Ans: ১০৫ তম, ১ম স্থান আইসল্যান্ড
    Last Updated: 23-04-2022
  • ভাষা চত্বর নিমার্ণ করায় হয়-
    Ans: কুমিল্লায়, এর নির্মাতা মোহাম্মদ শাহীন
    Last Updated: 23-04-2022
  • স্বাধীন বাংলাদেশের নিজস্ব কাগুজে মুদ্রা 'টাকার' সুবর্ণ জয়ন্তী পালিত হয়-
    Ans: ৪ মার্চ, ২০২২ সালে
    Last Updated: 23-04-2022
  • দেশের প্রথম প্রস্তাবিত পাতাল রেল হবে-
    Ans: বিমানবন্দর-কমলাপুর রুটে
    Last Updated: 23-04-2022
  • দেশে ১২তম সিটি কর্পোরেশন -
    Ans: ময়মনসিংহ
    Last Updated: 23-04-2022
  • বর্তমানে বাংলাদেশের ব্যাংক রেট-
    Ans: ৪%
    Last Updated: 23-04-2022
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে আন্তজার্তিক ফাল্টাই চালু আছে-
    Ans: ১৭টি রুটে
    Last Updated: 23-04-2022
  • বাংলাদেশ সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র-
    Ans: পায়রা
    Last Updated: 23-04-2022
  • বর্তমান বাংলাদেশে বিনিয়োগ শীর্ষ-
    Ans: চীন
    Last Updated: 23-04-2022
  • দেশকে তামাকমুক্ত করার অঙ্গীকার-
    Ans: ২০৪০ সালের মধ্যে
    Last Updated: 23-04-2022
  • বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচাক-
    Ans: আফসান মিমি
    Last Updated: 23-04-2022
  • উন্নয়নশীল আট মুসলিম দেশের শীর্ষ সংস্থা ডি-৮ এর সভাপতি নির্বাচিত হয়েছেন-
    Ans: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    Last Updated: 17-04-2022
  • জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্যপদ বাতিল হলো-
    Ans: রাশিয়ার,
    জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এই সদস্যপদ বাতিল কারা হয়। ৭ এপ্রিল, ২০২২ এ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ৯৩ টি দেশ, বিপক্ষে ২৪ টি দেশ এবং বাংলাদেশ ও ভারতসহ মোট ৫৮ টি দেশ ভোট দানে বিরত ছিলো।
    বিস্তারিত পত্রিকায় দেখুন।


    Last Updated: 09-04-2022
  • লেবানন নিজেকে দেউলিয়া হিসেবে ঘোষণা করেছে-
    Ans: সোমবার, ০৪-০৪-২০২২
    Last Updated: 07-04-2022
  • জাতিসংঘে ইউক্রেনে হামলা বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে কয়টি দেশ ?
    Ans: ১৪১টি
    Last Updated: 30-03-2022
  • বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কী ?
    Ans: বারি কফি-১
    Last Updated: 30-03-2022
  • স্বাধীনতা পুরস্কার -২০২২ পেয়েছে যে প্রতিষ্ঠান -
    Ans: বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
    Last Updated: 30-03-2022
  • ওয়াল্ড মনুমেন্ট ওয়াচ –এর প্রাচীন স্থাপনার জন্য বিশ্ববিখ্যাত ২৫টি ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের -
    Ans: প্রাচীন মসজিদের শহর বাগেরহাট।
    ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ হল ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড দ্বারা পরিচালিত একটি প্রকল্প। মূলত এটি একটি অলাভজনক সংস্থা। বিশ্বজুড়ে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানগুলিকে চিহ্নিত করে যেগুলি সংকটময় পরিস্থিতির মুখে দাঁড়িয়ে।

    Last Updated: 30-03-2022
  • জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের অনুবাদ হয়েছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর -
    Ans: ২২টি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের অনুবাদ হয়েছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর। 
    যে ২২টি ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনুবাদ হয়েছে, সেগুলো হলো বম, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, চাকমা, গারো, হাজং, খাসি, খিয়াং, কোচ, কোল, লুসাই, মাহালে, মেইতে মণিপুরি, ম্রো, মুন্ডা, ওঁরাও কুরুখ, ওঁরাও সাদ্রি, পাহাড়ি, পাংখোয়া, সাঁওতাল, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও কোডা।
    বিস্তারিত প্রথম-আলো দেখুন

    Last Updated: 30-03-2022
  • বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়-
    Ans: জার্মানিতে।
    Last Updated: 21-03-2022
  • বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল-
    Ans: ৩৯টি।
    Last Updated: 21-03-2022
  • বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি বাংলাদেশের-
    Ans: মো. শামীম আহসান, বাংলাদেশ
    Last Updated: 21-03-2022
  • বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান -
    Ans: ২য়, ১ম হল-চীন, তৃতীয়-ভিয়েতনাম, এর আগে ভিয়েতনামে ২য় ছিল।
    Last Updated: 21-03-2022
  • জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী বাংলাদেশের অবস্থান -
    Ans: ৯৪ তম, সবেচেয়ে বেশি ফিনল্যান্ড, কম আফগানিস্তান
    Last Updated: 21-03-2022
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব-দ্য মেকিং অব এ নেশন’ এর পরিচালক কে?
    Ans: শ্যাম বেনেগাল
    Last Updated: 18-03-2022
  • অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) অনুসারে ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশকে শীর্ষ পাঁচ বৈদেশিক সয়াতাকারী দেশ ও প্রতিষ্ঠান-
    Ans: জাপান, বিশ্বব্যাংক, এডিবি, রাশিয়া, চীন
    Last Updated: 17-03-2022
  • ৩১ বছর পর যুক্তরাষ্ট্র বন্দরে নোঙর করা বাংলাদেশি জাহাজ -
    Ans: বাংলার অগ্রগতি
    Last Updated: 17-03-2022
Showing 3361 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events