সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কত টাকা ধরা হয়েছে?
    Ans: ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
    Last Updated: 02-06-2025
  • ২০২৫ সালের মে মাসে বাংলাদেশে কী পরিমাণ রেমিটেন্স এসেছে?
    Ans: ২.৯৭ বিলিয়ন ডলার।
    Last Updated: 02-06-2025
  • অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কততম ব্যক্তি হিসেবে আজ বাজেট পেশ করেছেন?
    Ans: ১৪তম।
    Last Updated: 02-06-2025
  • দেশের প্রথম বাজেটের পরিমাণ কত ছিল?
    Ans: ৭৮৬ কোটি টাকা। (১৯৭২-৭৩ অর্থবছর)
    Last Updated: 02-06-2025
  • স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন কে?
    Ans: অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
    Last Updated: 02-06-2025
  • ট্রাম্প সরকার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয়?
    Ans: ৫০ শতাংশ।
    Last Updated: 01-06-2025
  • জুলাই আন্দোলনে কতজন পথশিশু শহিদ হন?
    Ans: ১৬৮ জন।
    Last Updated: 01-06-2025
  • বর্তমানে দৈনিক দেশে গ্যাসের চাহিদা কত?
    Ans: ৩৮০ কোটি ঘনফুট।
    Last Updated: 01-06-2025
  • চীন-বাংলাদেশ বিনিয়োেগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে-
    Ans: আজ ০১ জুন, ২০২৫।
    Last Updated: 01-06-2025
  • চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কত?
    Ans: ১৫,৪০০ কোটি টাকা।
    Last Updated: 01-06-2025
  • নতুন ১০০০ টাকার নোটে কতটি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে?
    Ans: ১৩টি।
    Last Updated: 01-06-2025
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট কে?
    Ans: আমিনুল ইসলাম। (১৬তম)
    Last Updated: 31-05-2025
  • বিশ্বের বৃহত্তম উভচর বিমান AG600 তৈরী করেছে কোন দেশ?
    Ans: চীন।
    Last Updated: 31-05-2025
  • বাংলাদেশে তামাকজনিত রোগে প্রতিদিন কতজন মানুষ মারা যায়?
    Ans: ৪৪২ জন।
    Last Updated: 31-05-2025
  • ২০২৫ সালে বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য কী?
    Ans: ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’।
    Last Updated: 31-05-2025
  • বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় কবে?
    Ans: ৩১ মে।
    Last Updated: 31-05-2025
  • চলতি মৌসুমে বাংলাদেশে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
    Ans: ২৬ লাখ মেট্রিক টন। (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
    Last Updated: 31-05-2025
  • ড. মুহাম্মদ ইউনূসকে জাপানের কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে?
    Ans: সোকা বিশ্ববিদ্যালয়।
    Last Updated: 31-05-2025
  • ড. মুহাম্মদ ইউনূস কোন সম্মেলনে যোগ দিতে জাপান সফর করেন?
    Ans: ফিউচার অব এশিয়া।
    Last Updated: 30-05-2025
  • বাংলাদেশের রেলপথ উন্নয়নে জাপান কত ডলারের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেয়?
    Ans: ১.০৬৩ বিলিয়ন ডলার।
    Last Updated: 30-05-2025
  • সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে এক লক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করে?
    Ans: জাপান।
    Last Updated: 30-05-2025
  • বাংলাদেশ বর্তমানে মোট কতটি দেশে আম রপ্তানি করে?
    Ans: ৩৮টি।
    Last Updated: 30-05-2025
  • সুগন্ধি চাল রপ্তানির জন্য সম্প্রতি কয়টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়?
    Ans: ৫২টি।
    Last Updated: 30-05-2025
  • চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশ কত ডলার বিদেশি ঋণ পরিশোধ করে?
    Ans: ৩৫০ কোটি ৭১ লাখ ডলার।
    Last Updated: 30-05-2025
  • সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবে মৃত্যুবরণ করেন?
    Ans: ৩০ মে, ১৯৮১। (৪৪তম মৃত্যু বার্ষিকী)
    Last Updated: 30-05-2025
  • নিম্নমধ্যম আয়ের ৫১টি দেশের মধ্যে স্বাস্থ্য বাজেটে বাংলাদেশের অবস্থান কততম?
    Ans: ৪৮তম। (জাতীয় বাজেটের ৩.৩২% স্বাস্থ্য খাতে বরাদ্দ)
    Last Updated: 29-05-2025
  • ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় সংসদের জন্য কত টাকার বাজেট অনুমোদন হয়েছে?
    Ans: ২৩২ কোটি টাকা।
    Last Updated: 29-05-2025
  • বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো ১০০ টন আম রপ্তানির উদ্যোগ নিয়েছে?
    Ans: চীন। (প্রথম ধাপে ১০টন রপ্তানি করা হয়েছে)
    Last Updated: 29-05-2025
  • বর্তমানে কতজন বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছেন?
    Ans: ৫,৮১৮ জন। (এর মধ্যে- ৪৪৪ জন নারীসহ)
    Last Updated: 29-05-2025
  • জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণে বাংলাদেশের অবস্থান কত?
    Ans: তৃতীয়। (শীর্ষ দেশ: নেপাল)
    Last Updated: 29-05-2025
Showing 421 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events