সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • অস্ট্রেলিয়ার ২০২৫ সালের জাতীয় নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন-
    Ans: অ্যান্থনি আলবানিজ (রাজনৈতিক দল: লেবার পার্টি)।
    Last Updated: 05-05-2025
  • 'আবদালি' ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
    Ans: পাকিস্তান।
    Last Updated: 05-05-2025
  • সিঙ্গাপুরে পিপল'স অ্যাকশন পার্টি কতবার টানা নির্বাচনে জয়লাভ করেছে?
    Ans: ১৪ বার।
    Last Updated: 05-05-2025
  • সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এর রাজনৈতিক দলের নাম কী?
    Ans: পিপল'স অ্যাকশন পার্টি।
    Last Updated: 05-05-2025
  • ২০২৪ সালে কত কোটি মানুষ বিদেশ ভ্রমণ করেছে?
    Ans: ১৪০ কোটি। (সূত্র: ইউএন ট্যুরিজম)
    Last Updated: 05-05-2025
  • ২০২৪ সালে বিশ্ব পর্যটন খাতে কত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে?
    Ans: ২.৯%। (সূত্র: আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক)
    Last Updated: 05-05-2025
  • মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ শেষ হবে কবে?
    Ans: ৩১ ডিসেম্বর, ২০২৬।
    Last Updated: 05-05-2025
  • ২০২৪ সালে রাশিয়ার সামরিক ব্যয়ের পরিমাণ কত?
    Ans: ১৪,৯০০ কোটি ডলার।
    Last Updated: 05-05-2025
  • ২০২৫ সালের এপ্রিল মাসের প্রবাসী আয় কত?
    Ans: ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
    Last Updated: 05-05-2025
  • বর্তমানে দেশে নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা কত?
    Ans: ৭৮৫৪টি (সরকারি ৬৪০টি)। [সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর]
    Last Updated: 05-05-2025
  • বর্তমানে বাংলাদেশে 'লিড সনদপ্রাপ্ত' বা সবুজ কারখানার সংখ্যা কত?
    Ans: ২৪০টি।
    Last Updated: 05-05-2025
  • ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করবে কে?
    Ans: লিটন দাস।
    Last Updated: 05-05-2025
  • খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এডিবি সদস্য দেশগুলোকে কত ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে?
    Ans: ৩০ বিলিয়ন ডলার।
    Last Updated: 05-05-2025
  • ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
    Ans: সালেম বিন বুরাইক।
    Last Updated: 05-05-2025
  • মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু টানা কত ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়েছেন?
    Ans: ১৫ ঘণ্টা। (ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির ১৪ ঘণ্টার রেকর্ড ছিল)
    Last Updated: 05-05-2025
  • নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর কোথায় অনুষ্ঠিত হবে?
    Ans: ভারত।
    Last Updated: 05-05-2025
  • ৫১তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
    Ans: ১৫-১৭ জুন ২০২৫।
    Last Updated: 03-05-2025
  • সৌরজগতের কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে?
    Ans: শনি (২৭৪টি)।
    Last Updated: 03-05-2025
  • ২০২৫ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
    Ans: নরওয়ে। (টানা নবমবারের মতো)
    Last Updated: 03-05-2025
  • ২০২৫ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
    Ans: ১৪৯তম। (২০২৪ সালে ছিলো: ১৬৫তম)
    Last Updated: 03-05-2025
  • বাংলাদেশে প্রতি বছর ক্যানসারে কতজন মারা যান?
    Ans: ১ লাখ ১৭ হাজার।
    Last Updated: 03-05-2025
  • দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রধান ঋণদাতা প্রতিষ্ঠান কোনটি?
    Ans: IDB: ইসলামী উন্নয়ন ব্যাংক। (প্রকল্পটি ফেনীর সোনাগাজীতে)
    Last Updated: 03-05-2025
  • বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
    Ans: যুক্তরাষ্ট্র।
    Last Updated: 03-05-2025
  • ২০২৪ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের পরিমাণ কত ছিল?
    Ans: ২ লাখ ৭০ হাজার কোটি ডলার।
    Last Updated: 02-05-2025
  • যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি সই হয় কবে?
    Ans: ৩০ এপ্রিল, ২০২৫।
    Last Updated: 02-05-2025
  • বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ?
    Ans: জাপান।
    Last Updated: 02-05-2025
  • বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
    Ans: ৫০টি।
    Last Updated: 02-05-2025
  • বর্তমানে দেশে মোট নদ-নদীর সংখ্যা কত?
    Ans: ১,৪১৫টি।
    Last Updated: 02-05-2025
  • এডিবির তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনীতির অবস্থান কততম?
    Ans: দ্বিতীয়।
    Last Updated: 02-05-2025
  • এডিবির পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের জিডিপির আকার কত?
    Ans: ৪৫০.৫ বিলিয়ন ডলার। [২০২৪ সালের হিসাবে]
    Last Updated: 02-05-2025
Showing 601 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events