সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • জুলাই মাসের গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রটির নাম কী?
    Ans: শ্রাবণ বিদ্রোহ।
    Last Updated: 12-07-2025
  • বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেটের দেশ কোনটি?
    Ans: জাপান; গতি ১.০২ পেটাবিট। (সূত্র: NDTV)
    Last Updated: 12-07-2025
  • পিকেকে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী?
    Ans: তুরস্ক।
    Last Updated: 12-07-2025
  • ২০২৫-২৬ অর্থবছর শেষে সরকারের মোট দেশি-বিদেশি ঋণের পরিমাণ কত হবে?
    Ans: ২৩ লাখ ৪২ হাজার কোটি টাকা। (অর্থ মন্ত্রণালয়)
    Last Updated: 12-07-2025
  • বিটিআরসি ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ কতটি সিম ব্যবহারের নিয়ম চালু করতে যাচ্ছে?
    Ans: সর্বোচ্চ ১০টি সিম।
    Last Updated: 12-07-2025
  • বর্তমানে দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট কতটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে?
    Ans: ৯,৩১৪টি। (শিক্ষা মন্ত্রণালয়)
    Last Updated: 12-07-2025
  • মোংলা বন্দর ২০২৪-২৫ অর্থবছরে কত নিট মুনাফা করেছে?
    Ans: ৬২ কোটি ১০ লাখ টাকা। (নিট মুনাফা বেড়েছে প্রায় তিনগুণ)
    Last Updated: 12-07-2025
  • ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
    Ans: ৬ ও ৭ জুলাই।
    Last Updated: 08-07-2025
  • পেরুতে খুঁজে পাওয়া ৩,৫০০ বছরের পুরোনো শহরের নাম কী?
    Ans: পেনিকো।
    Last Updated: 08-07-2025
  • ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কত ছিল?
    Ans: ৪ দশমিক ৮৬ শতাংশ। (সূত্রঃ BBS)
    Last Updated: 08-07-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পরিমাণ কত?
    Ans: ৪,৮২৮ কোটি ডলার। (এনবিআর অনুযায়ী, প্রকৃত রপ্তানি আয় ৪,৬৫৭ কোটি ডলার।)
    Last Updated: 08-07-2025
  • নতুন করে বাংলাদেশি পণ্যের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
    Ans: ৩৫ শতাংশ।
    Last Updated: 08-07-2025
  • সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
    Ans: ডা. জেনিফার গার্লিংস-সাইমনস।
    Last Updated: 08-07-2025
  • ওয়ার্ল্ড স্টেট অব ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার-২০২৪ প্রতিবেদনে মিঠাপানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে কততম অবস্থানে আছে?
    Ans: দ্বিতীয় । (ভারত প্রথম এবং চীন তৃতীয় স্থানে রয়েছে)
    Last Updated: 08-07-2025
  • যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতাদেশের মেয়াদ কখন শেষ হচ্ছে?
    Ans: ৯ জুলাই ২০২৫ এ শেষ হওয়ার কথা ছিল, তবে পরে এটি আরও তিন সপ্তাহ বাড়িয়ে ১ আগস্ট ২০২৫ করা হয়েছে। অর্থাৎ, শুল্ক স্থগিতাদেশ কার্যকর থাকবে ১ আগস্ট পর্যন্ত, এরপর নতুন শুল্ক কার্যকর হবে।
    Last Updated: 08-07-2025
  • বাংলাদেশের ব্যাংক খাতকে শক্তিশালী করার জন্য আরবিএস সিস্টেম কখন থেকে চালু হবে?
    Ans: ২০২৬ সাল।
    Last Updated: 08-07-2025
  • UNFPA-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর ?
    Ans: ৭৪ বছর। (মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৫৭ লাখ)
    Last Updated: 08-07-2025
  • দিয়োগো জোতা কোন দেশের ফুটবলার ছিলেন?
    Ans: পর্তুগালের ফুটবলার। (তিনি ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে খেলেছেন এবং পর্তুগাল জাতীয় দলের সদস্য ছিলেন)
    Last Updated: 07-07-2025
  • সম্প্রতি গবেষণায় কোন মহাজাগতিক ঘটনার মাধ্যমে মহাবিশ্ব ধ্বংস হবে বলে জানা গেছে?
    Ans: বিগ ক্রাঞ্চ।
    Last Updated: 07-07-2025
  • বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার নাম কী?
    Ans: জার বোমা। (এটি রাশিয়ার তৈরি)
    Last Updated: 07-07-2025
  • মহাকাশে স্যাটেলাইট প্রেরণে শীর্ষ দেশ কোনটি এবং তাদের কতটি স্যাটেলাইট রয়েছে?
    Ans: যুক্তরাষ্ট্র। (মোট স্যাটেলাইট সংখ্যা প্রায় ৮৫৩০টি)
    Last Updated: 07-07-2025
  • বাংলাদেশের ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি লেনদেন হয় কোন দেশে ?
    Ans: যুক্তরাষ্ট্রে। (ডেবিট কার্ডে চীন ও প্রি-পেইডে যুক্তরাজ্যে)
    Last Updated: 07-07-2025
  • সম্প্রতি ইসরায়েল ইয়েমেনে যে হামলা চালিয়েছে, তার সাংকেতিক নাম কী?
    Ans: অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ।
    Last Updated: 07-07-2025
  • ২০২৫ সালের ব্রিকস প্লাস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে-
    Ans: ব্রাজিলের রিও ডি জেনিরোতে, ৬-৭ জুলাই।
    Last Updated: 07-07-2025
  • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব কোন প্রতিষ্ঠান পেয়েছে?
    Ans: বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ‘ড্রাইডক লিমিটেড’ ।
    Last Updated: 06-07-2025
  • শুল্ক ও কর সরাসরি জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কোন সিস্টেম চালু করেছে?
    Ans: 'এ-চালান'।
    Last Updated: 06-07-2025
  • 'বিগ বিউটিফুল বিল' আইনে পরিণত হয় কত তারিখ?
    Ans: ৪ জুলাই ২০২৫।
    Last Updated: 06-07-2025
  • সম্প্রতি কোন জনবহুল দেশ সন্তান জন্ম দিলে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে?
    Ans: চীন।
    Last Updated: 06-07-2025
  • ইলন মাস্ক কোন নতুন রাজনৈতিক দল গঠন করেছেন?
    Ans: ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।
    Last Updated: 06-07-2025
  • নীল নদে নির্মিত আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধটি নির্মাণে মোট কত খরচ হয়েছে?
    Ans: প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার।
    Last Updated: 06-07-2025
Showing 241 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events