'মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল ' । 'অপরিচিতা' রচনার এ উদ্ধৃতির প্রকাশ পেয়েছে অনুপমের মামার-

A কেতাদুরন্ত ভাব

B অন্তঃসারশূন্য অহংকার

C অর্থলোলুপতা

D কৌলীন্য

Solution

Correct Answer: Option D

আলোচ্য উক্তির মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'অপরিচিতা' গল্পের নায়ক অনুপমের মামার কৌলীন্য বা কুলীনত্ব বা বংশমর্যাদার ভাব প্রকাশ পেয়েছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions