ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ-ইউনিট শিক্ষাবর্ষ (২০২০-২০২১) (60 টি প্রশ্ন )
বিজ্ঞান কল্পকাহিন (সাই -ফাই ) আধুনিক কল্পকাহিনিমূলক সাহিত্যের একটি বিশেষ ধারা ।যাতে ভবিষ্যৎ বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত আবিষ্কার ও উদ্ভাবন এবং মানব সভ্যতাকে কেন্দ্র করে পটভূমি রচনা করা হয় । ইংরেজিতে এটি সাইন্স ফিকশন নামে পরিচিত ।
গুরুতর রোগীকে সুস্থ করে তুলতে বেশিরভাগ সময় Intensive care Unit এ রাখা হয় ।রোগীর অবস্থা সংকটজনক হলে আইসিইউতে সব ধরনের সাপোর্ট দিয়ে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসায় এই ব্যবস্থার মূল লক্ষ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক এবং ভেক্সিটেকের সহ -প্রতিষ্ঠাতা সারাহ গিলবার্টের নেতৃত্বে এই টিকা আবিষ্কার করেন । আবিষ্কৃত টিকার নাম হয় -Vaxzevria/Covishield .বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত টিকা প্রয়োগের অনুমোদন দেয় ১৫ ফেব্রুয়ারি ২০২১ ।
গুগল পিক্সেল গুগলের ইলেক্ট্রনিক পণ্যের একটি সিরিজ ।যেগুলো ক্রোম ওএস বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে ।সর্বপ্রথম পিক্সেল ব্র্যান্ড ২০১৩ সালে প্রথম প্রজন্মের ক্রোমবুক পিক্সেলের সাথে এটি উন্মুক্ত করে।
পালস্‌ অক্সিমিটার একটি হৃদস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র ।ক্ষুদ্র এই যন্ত্রটি আঙুলের মাথায় লাগিয়ে রক্তে অক্সিজেনের পরিমাণ জানা যায় ।
ইংরেজি ভাষা অক্ষরের প্রতিশব্দ Syllable ,এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর ।অর্থাৎ নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করি তাকে ,অক্ষর বলে।
যেমন :
» বিশ্‌ +শ্ব +বিদ্‌ +দা +লয় =বিশ্ববিদ্যালয় ,
» বন্‌ +ধন্‌ =বন্ধন

'লোক -লোকান্তর 'কবিতায় আল মাহমুদের চেতনা যেন সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব পাখিতুল্য সেই কবিসত্তা সুন্দরের ও রহস্যময়তার স্বপ্নসৌধ বিরাজমান ।প্রাণের মধ্যে ,প্রকৃতির মধ্যে সৃষ্টির মধ্যে তার বসবাস ।এ কবিতায় এক সুগভীর বিচ্ছিন্নতাবোধের যন্ত্রণা কবিকে কাতর করে,আহত করে ।তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী ।তাঁর সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী ।এ প্রত্যয় তাঁর বিচ্ছিনতাবোধের বেদনাকে প্রশমিত করে।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ।এটি বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি ।সুন্দরবনের মত আয়তন প্রায় ১০,০০০ বর্গকিলোমিটার ।এর মধ্যে বাংলাদেশের অংশ ৬,০১৭ বর্গকিলোমিটার এবং বাকি অংশ ভারতীয় সীমানার অবস্থিত .১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দীর্ঘদিন জার্মানির ক্ষমতায় থাকা আঙ্গেলা মেরকেলের দলকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনে জয়ী হয় মধ্য বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ।মোট ৭৩০ টি আসনের লাশেটের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পায় দ্বিতীয় সর্বোচ্চ ১৯৪ টি আসন ।
সাহেল বা সহিল পশ্চিম আফ্রিকার একটি অঞ্চল, যা উত্তরের মরুময় সাহারা এবং দক্ষিণের আর্দ্র ক্রান্ত্রীয় অঞ্চলের মধ্যবর্তী একটি পরিবর্তনশীল অঞ্চল হিসেবে পরিচিত। অন্যদিকে উত্তর আমেরিকার মধ্য অক্ষাংশের অঞ্চল জুড়ে বিস্তৃত তৃণভূমিকে প্রেইরি বলে। আর সুমেরু ও কুমেরু বৃত্তের মধ্যবর্তী অঞ্চল যা প্রায় সারা বছর বরফাচ্ছন্ন থাকে তাকে তুন্দ্রা অঞ্চল বলে।

• রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়ন একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র ।
• এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন।
• রাঙ্গামাটির অনেকটা অংশ এখান থেকে দেখা যায় বলে সাজেককে রাঙ্গামাটির ছাদ বলা হয় ।
এস এম সুলতান ১০ আগস্ট ১৯২৩ নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন ।তিনি বাংলাদেশের একজন অন্যতম চিত্রশিল্পী ।
তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্ম হল: 
- 'প্রথম বৃক্ষরোপণ ' 
- 'চরদখল ' ,
- 'ধান মাড়াই ' 
- 'ধান কাটা ' 
- 'হত্যাযোগ্য , ' 
- 'কৃষি সভ্যতা ' ইত্যাদি ।
বিখ্যাত এই চিত্রশিল্পী নড়াইলে 'শিশুস্বর্গ ' ও 'বিদ্যাপিঠ ' নামে চিত্রাঙ্গন কেন্দ্র প্রতিষ্ঠা করেন ।

মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের শাহাদাতের তারিখ:
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : ৮ এপ্রিল ১৯৭১
- সিপাহী মোস্তফা কামাল : ১৮ এপ্রিল ১৯৭১
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : ২০ আগস্ট ১৯৭১
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : ৫ সেপ্টেম্বর ১৯৭১
- সিপাহী হামিদুর রহমান : ২৮ অক্টোবর ১৯৭১
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন : ১০ ডিসেম্বর ১৯৭১
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : ১৪ ডিসেম্বর ১৯৭১।
ঢাকা বিশ্ববিদ্যালয় ১ জুলাই ১৯২১ ৩ টি অনুষদ (কলা, বিজ্ঞান ও আইন ) ,৮৭৭ জন শিক্ষার্থী এবং ৬০ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে ।বর্তমান অনুষদের সংখ্যা ১৩ টি ।
২২ এপ্রিল সারা বিশ্বে বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পালিত হয় .১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা সমুদ্র উপকূলে তিরিশ লক্ষ গ্যালনের বেশি তেল উপচে পড়ে ১০,০০০ সামুদ্রিক প্রাণীর প্রাণহানি ঘটলে সৃষ্ট ব্যাপক পরিবেশ বিপর্যয়ের ফলে দিবসটির সুত্রপাত হয় ।দিবসটি সর্বপ্রথম পালিত হয় ১৯৭০ সালে ।

এর পর ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়। এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে।
উপমহাদেশে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ৩ ফেব্রুয়ারি ১৮৮২ লর্ড রিপন স্যার উইলিয়াম উইলসন হান্টারকে প্রধান করে ২০ সদস্য বিশিষ্ট 'হান্টার কমিশন 'গঠন করে ।অন্যদিকে ১৯১৭ সালে মাইকেল স্যাডলার ভারত এ পাশ্চাত্য প্রসারে 'স্যাডলার কমিশন গঠন করে।
৩২ তম গ্রীশ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় জাপানের টোকিওতে ।বাংলাদশ থেকে ছয় জন প্রতিযোগী টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করে ।এই আসরে বর্তমানে দেশ সেরা আর্চার রোমন সানা ব্রিটেনের টম হলকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে পৌছায় ।বাংলাদেশ প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে ১৯৮৪ সালে ।
দেশের উন্নয়নকে গতিশীল এবং উন্নয়নের চালেঞ্জসমুহ মোকাবিলা করতে সরকার ১০০ বছরের দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এই মহাপরিকল্পনার নাম হচ্ছে বদ্বীপ পরিকল্পনা ২১০০।
- নেদারল্যান্ডসের ডেল্টা ব্যবস্থাপনার আলোকে সেই দেশের সহায়তায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি ) এটি প্রণয়ন করেছে। 
- বাংলাদেশ ব দ্বীপ পরিকল্পনা -২০২১ এর হটস্পট ছয়টি । 
যথা:
- উপকূলীয় অঞ্চল, 
- বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, 
- হাওড় ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল,
- পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, -
- নদী অঞ্চল ও মোহনা এবং 
- নগর এলাকা সমুহ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৯২০ সালে কাজী নজরুল ইসলাম শেরে বাংলা এ কে ফজলুল হকের সাথে বরিশালে আসেন ।প্রচুর নদী,খাল এবং অবাধ সৌন্দর্যের লীলাভূমি বরিশালকে দেখে মুগ্ধ হয়ে 'বাংলার ভেনিস 'উপাধি দেন ।অন্যদিকে বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট হেনরি বেভারীজ বরিশালকে 'বাংলার শস্য ভাণ্ডার 'উপাধি দেন ।
শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি ১৯৬৮ ।ব্যাপক গণ আন্দোলনের মুখে তৎকালীন সরকার ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ এই মামলা প্রত্যাহার করে নেয় ।
সাহিত্যের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার ম্যান বুকার ( বর্তমান নাম দ্য ম্যান বুকার প্রাইজ ফর ফিকশন ) পুরস্কার প্রবর্তিত হয় ১৯৬৮ সালে ।এই পুরস্কার প্রদান করা হয় কমনওয়েলথ দেশসমূহ ,আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের নাগরিকদের মধ্যে ।সর্বশেষ ২০২১ সালে এ পুরস্কার লাভ করেন ডেমন গেলগাট (দক্ষিণ আফ্রিকা)
চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিং পিং Belt and Road Initiative চালু করেন ২০১৩ সালে। এই প্রকল্পের এখন পর্যন্ত ১২৬ টি দেশ ও ২৯ টি সংস্থা যুক্ত হয়েছে । এর মাধ্যমে চীন আফ্রিকা ,এশিয়া ,ইউরোপে এবং আমেরিকার সাথে সংযুক্ত করেছে ।বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পূর্বে 'নিউ সিল্ক রুট ' নামে পরিচিত ছিল
এশিয়ার সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিচিত সিঙ্গাপুরের অবস্থান দক্ষিণ -পূর্ব এশিয়ায় ।দেশটি মালয় উপ -দ্বীপের সন্নিকটে অবস্থিত .১৯৬৫ সালে দেশটি মালয়েশিয়ার নিকট থেকে স্বাধীনতা অর্জন করে।
২০২০ সালে ১৩ তম অনূর্ধ্ব -১৯ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায় ।উক্ত আসরের ফাইনালে বাংলাদেশ ভারতকে ৩ উইকেট পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ।
২০২১ সালে ৭৪ তম কান চলচ্চিত্র অনুষ্ঠানে আ সাঁতে রিগা বিভাগে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালিত 'রেহেনা মরিয়ম্ম নূর ' চলচ্চিত্রটি ।চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হোক বাঁধন ।
আলোচিত সৌদি সাংবাদিক জামাল আহমদ খাশেগী ছিলেন 'দি ওয়াশিংটন পোস্ট ' এর একজন সাংবাদিক।তিনি মূলত সৌদি সরকারে অন্যায় -অবিচারের বিরুদ্ধে নিয়মতি লেখালেখি করতেন .২ অক্টোবর ২০১৮ ব্যক্তিগত কাজের জন্য তুরুস্কে অবস্থিত সৌদি দূতাবাসে প্রবেশ করলে সেখানে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন ।
ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত পদ্ধতি Hyper Text Transfer Protocol .পদার্থবিদ ও কম্পিউটার বিজ্ঞানী বার্নার্স-লী ১৯৮৯ সালে এই পদ্ধতির আবিষ্কার করেন। এটা নন-সিকিউরড। এর সিকিউরড ভার্সন হল HTTPS.
১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারের সেনাপ্রধান ও চিফ-ইন জেনারেল মিন অন হ্লাইং এর নেতৃত্বে সামরিক অভ্যুত্থান সংঘটিত হলে সমগ্র মিয়ানমার জুড়ে সামরিক শাসনবিরোধী আন্দোলন শুরু হয় ।মিয়ানমারের এই গণ আন্দোলন 'বসন্ত বিপ্লব ' নামে পরিচিত ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দক্ষিণ -পশ্চিম এশিয়ায় অবস্থিত পারস্য উপসাগর ওমান উপসাগরের একটি বর্ধিত অংশ । এর বর্তমান অবস্থান ইরান ,ইরাক , কুয়েত ,সৌদি আরব ,কাতার ,বাহরাইন ,ওমান ও সংযুক্ত আরব আমিরাত ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0