কাজী নজরুল ইসালামের 'সাম্যবাদে ' কবিতায় উল্লেখকৃত 'শাক্যমুনি' কে?

A যিশু খ্রিষ্ট

B চৈতন্যদেব

C গৌতম বুদ্ধ

D অতীশ দীপঙ্কর

Solution

Correct Answer: Option C

সাম্যবাদী কবিতায় উল্লেখকৃত কয়েকটি বিষয় ঃ
কনফুসিয়াস -চীনা দার্শনিক ।এখানে তাঁর অনুসারীদের বোঝানো হয়েছে ।
চার্বাক -একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি ।তিনি বেদ,আত্মা ,পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন না
আরব -দুলাল -আরব সন্তান ,এখানে হজরত মুহম্মদ (স ) কে বুঝানো হয়েছে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions