'পরোপকারই পরম ধর্ম ' কোন রচনার অন্তর্গত ?

A বিড়াল

B আমার পথ

C জীবন ও বৃক্ষ

D আহ্বান

Solution

Correct Answer: Option A

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন 'কমলাকান্তের দপ্তর ' প্রবন্ধগ্রন্থ থেকে সংগৃহীত 'বিড়াল' রচনায় বিড়াল বলেছে -দেখ , শয্যাশয়ী মনুষ্য ! ধর্ম কী ?পরোপকারই পরম ধর্ম ।
তাঁর রচিত উপন্যাস:
-দুর্গেশনন্দিনী
-কপালকুণ্ডলা
-মৃণালিনী
-বিষবৃক্ষ
-ইন্দিরা
-যুগলাঙ্গুরীয়
-চন্দ্রশেখর
-রাধারানী
-রজনী কৃষ্ণকান্তের উইল ইত্যাদি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions