Solution
Correct Answer: Option D
দুটি ধ্বনির পরিবর্তনের সংজ্ঞার্থ দেওয়া হল- ধ্বনি বিপর্যয় :
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান বিনিময়ের ফলে ধ্বনিগত যে অসংগতির সৃষ্টি হয় ,তা-ই ধ্বনি বিপর্যয় ।যেমন -বাক্স > বাস্ক,পিশাচ > পিচাশ .
আদি স্বরাগম - উচ্চারণের সুবিধার্থে শব্দের আদিতে স্বরধ্বনির আগমন হলে তাকে আদি স্বরাগম বলে। যেমন -স্কুল >ইস্কুল ,স্ত্রী> ইস্ত্রী