একটি ত্রিভুজের পরিসীমা ৩৬ সে মি ও বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৩ঃ৪ঃ৫।ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে মি ?
Solution
Correct Answer: Option B
ধরি ত্রিভুজের তিনটি বাহু=3x,4x,5x
প্রশ্নমতে,3x+4x+5x=36
or,12x=36
∴ x=3
ত্রিভুজটির বাহুত্রয় হচ্ছে ,
3x=3×3=9
4x=4×3=12
5x=5×3=15
∴ S=(9+12+15)/2=18
অতএব ক্ষেত্রফল =√{18(18-9)(18-12)(18-15)}
=√(18×9×6×3)
=54