'আমি নিঃশ্বাস নিতে পারছি না ' এই স্লোগানটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত ?

A পোস্টকলোনিয়াল মুভমেন্ট

B ফিলিস্তিনের স্বাধীনতা

C মায়ানমারের রোহিঙ্গাদের স্বাধীনতা

D ব্ল্যাক লাইভস ম্যাটার

Solution

Correct Answer: Option D

ব্ল্যাক লাইভস ম্যাটার বা 'কৃষ্ণাঙ্গরাও মানুষ ' হল এক ধরনের আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলন । আফ্রিকান -আমেরিকান কিশোর ট্রেভবন মার্টিনের মৃত্যুর ঘটনায় জর্জ জিম্মারম্যানকে খালাস দেওয়া হলে জুলাই ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রাজ্যের সানফোরডে আন্দোলনটির সুত্রপাত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions