২০২১ সালের কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ' আ সাঁতে রিগা' বিভাগে বাংলাদেশের কোন সিনেমা মনোনয়ন পেয়েছিল?
A সাদিয়া পারভীন পূর
B রেহানা মরিয়ম নূর
C সাহানা পারভীন নূর
D ফরিদ মরিয়ম নূর
Solution
Correct Answer: Option B
২০২১ সালে ৭৪ তম কান চলচ্চিত্র অনুষ্ঠানে আ সাঁতে রিগা বিভাগে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালিত 'রেহেনা মরিয়ম্ম নূর ' চলচ্চিত্রটি ।চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হোক বাঁধন ।