১৯৬৫ সালে স্বাধীনতা লাভের আগে সিঙ্গাপুর কোন দেশের অংশ ছিল?
A ইন্দোনেশিয়া
B মালয়েশিয়া
C কম্বোডিয়া
D চীন
Solution
Correct Answer: Option B
এশিয়ার সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিচিত সিঙ্গাপুরের অবস্থান দক্ষিণ -পূর্ব এশিয়ায় ।দেশটি মালয় উপ -দ্বীপের সন্নিকটে অবস্থিত .১৯৬৫ সালে দেশটি মালয়েশিয়ার নিকট থেকে স্বাধীনতা অর্জন করে।