কোন দেশ 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ 'প্রকল্প চালু করেছে?
Solution
Correct Answer: Option B
চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিং পিং Belt and Road Initiative চালু করেন ২০১৩ সালে। এই প্রকল্পের এখন পর্যন্ত ১২৬ টি দেশ ও ২৯ টি সংস্থা যুক্ত হয়েছে । এর মাধ্যমে চীন আফ্রিকা ,এশিয়া ,ইউরোপে এবং আমেরিকার সাথে সংযুক্ত করেছে ।বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পূর্বে 'নিউ সিল্ক রুট ' নামে পরিচিত ছিল