টোকিও অলিম্পিক গেমস ২০২০ এর কোন ইভেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে পৌঁছে ?
A সাঁতার
B ধনুর্বিদ্যা
C শুটিং
D আথলেটিকস
Solution
Correct Answer: Option B
৩২ তম গ্রীশ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় জাপানের টোকিওতে ।বাংলাদশ থেকে ছয় জন প্রতিযোগী টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করে ।এই আসরে বর্তমানে দেশ সেরা আর্চার রোমন সানা ব্রিটেনের টম হলকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে পৌছায় ।বাংলাদেশ প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে ১৯৮৪ সালে ।