ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কী?

A কার্জন শিক্ষা কমিশন

B মেকলে শিক্ষা কমিশন

C হান্টার শিক্ষা কমিশন

D স্যাডলার শিক্ষা কমিশন

Solution

Correct Answer: Option C

উপমহাদেশে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ৩ ফেব্রুয়ারি ১৮৮২ লর্ড রিপন স্যার উইলিয়াম উইলসন হান্টারকে প্রধান করে ২০ সদস্য বিশিষ্ট 'হান্টার কমিশন 'গঠন করে ।অন্যদিকে ১৯১৭ সালে মাইকেল স্যাডলার ভারত এ পাশ্চাত্য প্রসারে 'স্যাডলার কমিশন গঠন করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions