কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়?

A ব্যাপক তেল নিঃসরণ

B জলবায়ু পরিবর্তন

C ব্যাপক বায়ু দূষণ

D পারমাণবিক বিস্ফোরণ

Solution

Correct Answer: Option A

২২ এপ্রিল সারা বিশ্বে বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পালিত হয় .১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা সমুদ্র উপকূলে তিরিশ লক্ষ গ্যালনের বেশি তেল উপচে পড়ে ১০,০০০ সামুদ্রিক প্রাণীর প্রাণহানি ঘটলে সৃষ্ট ব্যাপক পরিবেশ বিপর্যয়ের ফলে দিবসটির সুত্রপাত হয় ।দিবসটি সর্বপ্রথম পালিত হয় ১৯৭০ সালে ।

এর পর ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়। এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions